নিজস্ব প্রতিবেদক: অর্থপাচারের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তিনি লাহোর হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) তাঁকে গ্রেপ্তার করে।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, শাহবাজ পার্লামেন্টের বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল–এন) প্রেসিডেন্ট। এ ঘটনায় বিক্ষোভ করে দলের বিপুল নেতাকর্মী ও সমর্থক। জামিনের জন্য শাহবাজ আদালতে গেলে সেখানে ভিড় জমিয়েছিল তারা।
এদিকে পিএমএল–এনের ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
টুইটারে এক পোস্টে মরিয়ম লেখেন, ‘দেশে জবাবদিহি ও ন্যায়বিচার থাকলে শাহবাজ শরিফ গ্রেপ্তার হতেন না।’
এর আগে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান তিনি।