ডা. সাবরিনাকে ডিভিশন দেয়ার নির্দেশ

0
60

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা না করে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এই নির্দেশ দেন।

এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন সাবরিনার আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী সাবরিনাকে ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ।

এদিকে সোমবার এ মামলায় আদালতে মো. ইয়াসিন নামে বাসার এক কেয়ারটেকার সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর দিন নির্ধারণ করেন। এ মামলায় মোট ৪২ সাক্ষীর মধ্যে শেষ হয়েছে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here