টিকিট পেতে আজও সৌদিপ্রবাসীদের ভিড়

0
54

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে যাওয়ার জন্য উড়োজাহাজের টিকিট পেতে আজও ভীড় করেছেন সৌদি প্রবাসী কর্মজীবীরা। ভোর থেকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য অপেক্ষা করছেন প্রবাসীরা।

তারা বলছেন, সিরিয়াল অনুসারে টিকেট পেলে সৌদি যেতে দুশ্চিন্তা কেটে যাবে। টিকেট যাতে কালোবাজারে চলে না যায়, সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার এক থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কার্যালয়। তাই সকাল থেকেই এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকিটের প্রত্যাশায় অপেক্ষা করছেন কয়েকশ’ প্রবাসী।

সকালে পুলিশের তরফে টিকিটপ্রত্যাশীদের উদ্দেশে মাইকে জানানো হয়, আজ এক থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে। শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেয়া হবে। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিজি) রুবায়েত জামান গণমাধ্যমকে এই তথ্য জানান। তবে প্রবাসী টিকিটপ্রত্যাশীদের কারও কারও অভিযোগ, এ পর্যন্ত এক থেকে ২০০ জনকে টোকেন দেয়া হয়েছে।

এদিকে, প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার। সেই সাথে শ্রমিকদের যাত্রা নিশ্চিত করতে বিশেষ ফ্লাইটেরও অনুমতি দিয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ৪টি বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে। কর্মস্থলে যেতে গত কয়েকদিন থেকে উড়োজাহাজের টিকিট পেতে বিক্ষোভ করছিলেন সৌদি প্রবাসী শ্রমিকরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here