দেশের রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ মজবুত আছে : প্রধানমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়মত সঠিক সিদ্ধান্ত ও সুর্নিদিষ্ট অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করায় করোনা দুর্যোগের মধ্যেও দেশের রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ মজবুত আছে। করোনাকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া এনজিও এবং রাজনৈতিক দলগুলো কেবল বক্তৃতা দিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

দীর্ঘ বিরতির পর আজ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভা। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বসাভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত মার্চের পর থেকে করোনা ভাইরাস সংক্রমন রোধে কার্যনির্বাহি সংসদের সব ধরনের বৈঠক বন্ধ ছিলো।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত সভাপতিমন্ডলীর এই সভায় দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ছাড়া অন্যরা শুধু কথাই বলেছে। জীবনের ঝুঁকি নিয়ে আওামী লীগ ও সহযোগি সংগঠনগুলো এবং প্রশাসনের কর্মকর্তারা মানুষের পাশে দাঁড়িয়েছে।

শেখ হাসিনা বলেন, অনেকের ধারনা ছিল করোনা সংকটের সময় বৈদেশিক আয় কমে যাবে। কিন্তু সরকারের সঠিক সিদ্ধান্ত ও প্রনোদনার কারণে রেমিটেন্স বেড়েছে। রিজার্ভও যথেষ্ট মজবুত আছে বলে জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি বলেন, নতুন প্রজন্মের জন্য দেশ কিভাবে চলবে সেই দিক নির্দেশনা রেখে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবে বলেও জানানান আওয়ামী লীগ সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here