বিনোদন ডেস্ক: এবার দেশের জনপ্রিয় রক ব্যান্ড দল ‘অর্থহীন’র প্রতিষ্ঠাতা এবং দলনেতা সুমন করোনায় আক্রান্ত হয়েছেন। গত রোববার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ।
তিনি বলেন, ‘সুমন ভাই নিজেই জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত। তার ছেলেরও করোনা হয়েছে। বর্তমানে তারা পিতা-পুত্র উত্তরায় নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।’
দীর্ঘদিন ধরেই সুমন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বারবার ফিরে এসেছেন। ধরেছেন গিটার। ক্যান্সার জয় করে তিনি নতুন করে স্পাইনাল কর্ডের সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত মার্চে জার্মানি যাওয়ার কথা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে যায়।
উল্লেখ্য, বেজবাবা হিসেবে খ্যাত এ গায়ক এর আগে বহুবার অস্ত্রোপচারের টেবিলে গেছেন। প্রতিবারই দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন। অ্যালবাম ও স্টেজ শো’তে পুরোদমে পরিবেশনায় অংশ নিয়েছেন। এ পর্যন্ত তার শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে।
২০১২ সালের দিকে তার মেরুদণ্ডে প্রথম ক্যানসার হয়েছিল। এরপর মস্তিষ্ক, গলা, পাকস্থলী আর কিডনিতেও ছড়িয়ে যায়। এরপর পাকস্থলী মারাত্মক সংক্রমিত হওয়ায় চিকিৎসকরা এটি কেটে ফেলার সিদ্ধান্ত নেন। সেখান থেকেও তিনি ফিরে আসেন সফল ভাবে।