নিজস্ব প্রতিবেদক:অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সফিকুল ইসলাম জানান, গতকাল লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ড্রেজিং করার সময় চরের পাড় ধসে তিনটি ড্রেজার নদীর তলদেশে পলিতে আটকে যায়। পরে গতকাল রোববার রাত থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।
এ রুটে কয়েক দিন ধরেই নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অনেকগুলো ড্রেজার ব্যবহার করেও চ্যানেলের নাব্য ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাই দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।