করোনা থেকে সুস্থ হওয়ার পরেও শারীরিক নানা জটিলতা

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হবার পর অনেকেই দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতায় ভুগছেন। এই সংখ্যা মোট আক্রান্তের প্রায় ১০ শতাংশ। চিকিৎসকরা বলেছেন, স্মৃতিভ্রম, শরীরে ব্যথা, দুর্বলতা, রক্ত জমাট বাধাসহ নানা ধরণের সমস্যা হচ্ছে। তবে এর কারণ এখনো অজানা। তাই করোনা-মুক্ত হওয়ার পরও চিকিৎসকের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তারা।

রাজধানীর শ্যামলীর বাসিন্দা আয়শা আনোয়ার আঁখি। এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হন। সুস্থ হয়ে যাওয়ার দুই সপ্তাহ পর থেকেই তাঁর শরীরে নানান ধরণের সমস্যা দেখা দেয়। পায়ে ব্যথা থাকায় এখনো স্বাভাবিক চলাফেরা করতে পারেন না।

করোনা থেকে সেরে ওঠা মুগদা মেডিকেল কলেজ হানপাতালের এই চিকিৎসকও ভুগছেন শারীরিক জটিলতায়।

চিকিৎসকরা বলছেন, বিশ্বব্যাপী রোগীদের এমন চিত্র পাওয়া যাচ্ছে। এর সুস্পষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে, গবেষণা কার্যক্রম চলছে।

সব-বয়সীদের ক্ষেত্রেই কিছু জটিলতা দেখা যাচ্ছে। তবে ত্রিশোর্দ্ধদের মধ্যেই বেশি।

করোনামুক্ত হওয়ার পরও বিশেষজ্ঞ চিকিৎকের পরামর্শ মেনে চলতে বলেন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here