অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেবেন না: প্রধানমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: অপরাধীদের কোনভাবেই আশ্রয়-প্রশ্রয় না দিতে সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সংসদ অধিবেশনে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ আহবান জানিয়ে বলেন, ঘোড়াঘাটের ইউএনও এর উপর হামলাকালীদের খুঁজে বের করা হবে। এর মূূূলে কি আছে তাও জানা যাবে। নদীভাঙ্গা প্রতিটি মানুষের জন্য ঘরের ব্যবস্থা করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সকালে শুরু হয় একাদশ জাতীয় সংসদের অধিবেশন। এ দিন অধিবেশনের প্রথম ৩০ মিনিট নির্ধারিত ছিল প্রানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিএনপির হারুনুর রশিদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধুমাত্র ইউএনও ওয়াহিদার উপর হামলাকারীদের ক্ষেত্রেই নয়, তাঁর সরকার অপরাধীকে অপরাধী হিসেবে দেখে এবং আইনের আওতায় আনে।

আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। নদী ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের জন্যও সরকার ঘরের ব্যবস্থা করে দেবে।

বিরোধী দলের ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে, সংসদ নেতা তার প্রতিদিনের ব্যক্তিগত কিছু কাজের বর্ণনা দেন।

মৎস্য সম্পদসহ সমুদ্রের বিশাল জলরাশির সম্পদ আহরনে বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here