লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা জানে না স্বাস্থ্য অধিদপ্তর!

0
0

নিজস্ব প্রতিবেদক: লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা জানা নেই বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার এক রিটের শুনানিতে প্রতিষ্ঠানটির দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে দেয়া প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে। কোন হাসাপাতালের বিরুদ্ধে অভিযোগ আসলে স্বাস্থ্য অধিদপ্তর তা নিষ্পত্তি করতে ৯০ দিন সময় নেয় বলেও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে।

এর আগে গত ২৬ জুলাই দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, লাইসেন্স নবায়নের জন্য প্রক্রিয়াধীন আবেদন কতগুলো এবং করোনার চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম রিটটি দাখিল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here