নিজস্ব প্র্রতিবেদক: আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নিখোঁজ কর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
রোববার (৩০ আগস্ট) দুপুরের পর কয়েকটা দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া কর্মীদের বাসায় বাসায় যান নেতারা। খোঁজ-খবর নেন নিখোঁজ পরিবারের সদস্যদের। সান্ত¡না ও সমবেদনা জানানোর পাশাপাশি যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
দুপুর ২ টায় সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিখোঁজ সেলিম রেজা পিন্টু, সাংগঠনিক সম্পাদক নিখোঁজ সোহেল, ছাত্রদল নেতা নিখোঁজ সম্রাটের বাসায় যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
বিকেল ৪ টার পর তারা যান নিখোঁজ বিএনপি কর্মী জহির, চঞ্চল, সোহেলের বংশালের বাসায়। সেখান থেকে তারা যান কারা নির্যাতিত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বাসায়। সব শেষে সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিখোঁজ মাসুদ রানার বাসায় যান বিএনপির এ সব কেন্দ্রীয় নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির নির্বাহী সদস্য বাথিত আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি আব্দুস বাসিত আঞ্জু, যুগ্ম সম্পাদক কফিল আহমেদ, উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর ও আনোয়ার হোসেন যান নিখোঁজ বিএনপি কর্মী নূর হোসেন হিরার দক্ষিণ খানের বাসায়। সেখান থেকে তারা যান নিখোঁজ নূরে আলমের মিরপুরের বাসায়।
এ ছাড়া বিএনপির যুগ্ম মহাচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ নিখোঁজ চৌধুরী আলমের খিলগাঁওয়ের বাসায় যান তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর জন্য।