২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৭ জনের মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৪ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৬ হাজার ৮০৬ জনে।

এদিকে বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাসের তাণ্ডব। যা এখন পর্যন্ত ২ কোটি ৪৬ লাখের বেশি মানুষের দেহে হানা দিয়েছে। এর মধ্যে গত একদিনেই শনাক্ত হয়েছে পৌনে ৩ লাখ রোগী। একই সময়ে প্রাণহানি ঘটেছে ছয় হাজারের বেশি মানুষের। এতে করে মৃতের সংখ্যা ৮ লাখ ৩৫ হাজার ছুঁতে চলেছে। যার অধিকাংশই শীর্ষ তিনদেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের নাগরিক। সুস্থতা লাভ করেছেন প্রায় দুই-তৃতীয়াংশ।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৬ হাজার ৫৭ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে প্রাণহানি ৮ লাখ ৩৪ হাজার ৯৬৯ জনে ঠেকেছে। অপরদিকে, নতুন করে ২ লাখ ৭৩ হাজার ৩১৪ জন মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৮২৯ জনে দাঁড়িয়েছে।

আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৭০ লাখ ৮৬ হাজারের বেশি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ ১৮ হাজারের অধিক ভুক্তভোগী।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here