করোনায় মারা গেলেন দৌলতপুর থানার ওসি

0
0

নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়ে কুষ্টিয়া দৌলতপুর থানার (ওসি) এস এম আরিফুর রহমান (৪২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে প্রথম জানাজা শেষে তার নিজ গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে শেষ জানাজা ও দাফন সম্পন্ন হবে বলেও নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, কিছুদিন ধরে ওসি আরিফুর রহমান জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১৪ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় কভিড-১৯ ফলাফল পজিটিভ হয়। এ সময় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৫ আগস্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

আরিফুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন ২০১৯ সালের ৩১ আগস্ট। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

কলেজ শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। উপ-পরিদর্শক হিসেবে প্রশিক্ষণ শেষে তিনি কর্মজীবনের শুরু থেকেই কুষ্টিয়ার বিভিন্ন থানায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর‌্যন্ত ৭২ জন সদস্য মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here