নিজস্ব প্রতিবেদক: আটক দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যদি মুক্তি বাধাগ্রস্ত হয়, তাহলে ফুটপাত নয়, এবার সমস্ত কনক্রিট উড়িয়ে আমরা রাজপথে এমন ব্যারিকেড তৈরি করবো, আপনি (প্রধানমন্ত্রী) আর ক্ষমতায় থাকতে পারবেন না।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছেন বলে দাবি করে রিজভী বলেন, বন্দুকও অনেক সময় কাজ করে না। অকার্যকর হয়ে যায় জনগণের শক্তির কাছে।
ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, কী অপরাধ ছাত্রদল নেতার? অপরাধ হচ্ছে দেশের এই করোনাকালীন সময়ে বন্যা দুর্যোগের সময় তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন অসহায়দের দ্বারে দ্বারে। ফরিদপুরের ছাত্রলীগের নেতার ২০০ কোটি টাকা পাচারের ঘটনা এটা তো ঢাকতে হবে। জেকেজি, রিজেন্টের সাহেদ, সম্রাটের ঘটনা তো ঢাকতে হবে। এসব ঘটনা ঢাকার জন্যই ছাত্রদল নেতাদের গ্রেফতার করা হচ্ছে।
চারিদিকে সরকারের আর কোনও ভিত্তি নেই- দাবি করে বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ থেকে তারা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। প্রধানমন্ত্রী আপনার তো এত ক্ষমতা, নির্বাচন সুষ্ঠু দিতে ভয় পান কেন। সরকার ২১ আগস্ট এবং ১৫ আগস্টকে একসঙ্গে মেলাতে চাচ্ছে। কারণ এছাড়া তাদের হাতে কোনও পুঁজি নেই। আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।