তিন রুট ছাড়া বিমানের সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল

0
57

নিজস্ব প্রতিবেদক: লন্ডন, দুবাই ও কুয়ালালামপুর রুট বাদে বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিমান এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া কলকাতা, দিল্লি, কুয়েত ও ম্যানচেষ্টার রুটের ফ্লাইটসমূহ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

বিমান সূত্রে জানা গেছে, এসব দেশগুলোতে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এ কারণে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে করোনা পরিস্থিতির কারণে দুই মাসের বেশি সময় বিমানের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এরপর সম্পূর্ণ নতুন রূপে চালু হয় বিমানের ফ্লাইট। বোর্ডিং কার্ড ইস্যুর সময় প্রত্যেক যাত্রীকে ট্রাভেল কিট প্রদান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের আসন বন্টন করা হয়। কেবিন ক্রুদের পিপিই পরে ফ্লাইটে যাত্রী সেবা দেওয়া, যথাযথভাবে উড়োজাহাজ জীবাণুমুক্তকরণ, পরিবর্তিত খাদ্য সেবা প্রবর্তনসহ যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশ বজায় রেখে ফ্লাইট চালু রাখে বিমান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here