মালয়েশিয়ায় এবার ৩ বাংলাদেশি রিমান্ডে

0
23

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় এবার তিন বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করে ১৪ দিন রিমান্ডে নেয়া হয়েছে। তারা ৩ বছর ধরে ‘অবৈধভাবে’ কাজ করছিলেন বলে দেশটির পুলিশ দাবি করেছে।

এর আগে রায়হান কবির নামের এক বাংলাদেশি যুবক অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের সমালোচনা করে গ্রেপ্তার হন। দুই দফা রিমান্ডের পর শুক্রবার রাতে তাকে ঢাকায় পাঠানো হয়।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার শুক্রবার জানিয়েছে, রোডব্লকের সময় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের কাছে ভ্রমণের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তিনজনের সঙ্গে জলান নাপোহ এলাকা থেকে স্থানীয় এক নারী প্রাইভেট ট্যাক্সি ড্রাইভারকেও গ্রেপ্তার করা হয়েছে।

কুবাং পাসু ওসিপিডি (অফিসার-ইন-চার্জ অব পলিস ডিস্ট্রিক্ট) মোহাম্মদ ইসমাইল ইব্রাহিম জানিয়েছেন, তাদের গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার। বয়স ৩০ থেকে ৩৬। ড্রাইভারের বয়স ৩৩।

পুলিশ বলছে, ওই তিনজন কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন।

কর্মকর্তাদের দাবি, অভিযুক্তরা তিন বছর ধরে মালয়েশিয়ায় আছেন। কুয়ালালামপুরে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করেন। সবার পারমিট কার্ড ‘ভুয়া’। তারা পার্লিসে নতুন কাজের খোঁজ করছিলেন।

আগে কোনো অপরাধের রেকর্ড না থাকা নারী চালককে ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here