চট্টগ্রামে তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতাল

0
16

নিজস্ব প্রতিবেদক: জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।পানির কারণে দূর্ভোগ বেড়েছে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের। প্রয়োজনীয় ওষুধপত্র ও খাবার নিতে হাসপাতালের বাইরে যেতে পারছেনা অনেকে। হাসপাতালের নিচ তলায় থাকা প্রশাসনিক কার্যক্রম ও ৮০ শয্যাবিশিষ্ট শিশু ওয়ার্ডের রোগীদের উপরে বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন দুইবার জোয়ারের পানিতে তলিয়ে যায় হাসপাতালটি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ না নিলে ভোগান্তি আরো বাড়বে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, শুধু হাসপাতালটি নয় জোয়ারের পানিতে ডুবে গেছে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহরসহ আগ্রাবাদের নিচু এলাকাগুলো। এছাড়া শুক্রবার রাত থেকে টানা বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here