দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

0
36

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রচন্ড বাতাসের কারণে পদ্মা নদীতে উত্তাল হাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ’র) দৌলতদিয়া কার্যালয় জানায়, গত দুই দিন ধরে পদ্মা নদীর পানি আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীতে বাতাস ও তীব্র স্রোতের কারণে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ছোট লঞ্চ এবং সকাল ৮টা থেকে বড় লঞ্চসহ এ নৌরুটে চলাচলকারী ১৯টি লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতার উদ্দীন বলেন, সমুদ্রে বিপদ সংকেত চলছে। পদ্মা নদীও উত্তাল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরিতে নৌরুট পারাপারেরর জন্য অনুরোধ জানান বিআইডব্লিউটিএর এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here