দেশে ফিরেছেন ভিয়েতনামে আটকে পড়া ১০৬ বাংলাদেশি

0
0

নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরিয়ে আনা হয়েছে মানবপচারকারীদের কাছে প্রতারিত হয়ে ভিয়েতনামে আটকে পড়া ১০৬ বাংলাদেশিকে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১০৬ বাংলাদেশি। বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনে তাদের একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে, আরো তথ্য জানতে তাদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন ভিয়েতনাম ফেরতরা। তবে, ভিয়েতনাম থেকে ফিরলেও প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে।

এদিকে, অভিযুক্ত দালালদের শাস্তি ও রিক্রুটিং এজেন্সিদের কাছ থেকে অর্থ ফেরতের দাবি করেছেন প্রতারিতদের স্বজনরা।

করোনা পরিস্থিতির আগে বিভিন্ন সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো-বিএমইটির ছাড়পত্র নিয়ে বৈধভাবে ভিয়েতনামে পাড়ি দিয়ে দালালদের হাতে আটকা পড়েন বাংলাদেশি কর্মীরা। পরে, বাংলাদেশ ও ভিয়েতনাম সরকারের সহযোগিতায় হ্যানয় থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস বাংলা এয়ারলাইন্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here