দেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম মারা গেছেন

0
15

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানম সোমবার দিবাগত রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাইদা খানমের জন্ম ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর। ১৯৫৬ সালে বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি।

তার ছবি ছাপা হয় দৈনিক অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়। আলোকচিত্রী হিসেবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি। ছিলেন বাংলা একাডেমি ও ইউএনবির আজীবন সদস্য ছিলেন।

পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙায় হলেও সাঈদা খানমের জন্ম পাবনায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৬৮ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর করেন। পরবর্তীতে ১৯৭২ সালে আবার লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর করেন। তার বাবার নাম আবদুস সামাদ খান এবং মায়ের নাম নাছিমা খাতুন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার আজিমপুর এলাকায় অস্ত্র হাতে প্রশিক্ষণরত নারীদের ছবি তোলেন তিনি। তার লেখা বইগুলো হলো- আমার চোখে সত্যজিৎ রায়, স্মৃতির পথ বেয়ে, ধুলোমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here