লক্ষ্মীপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

0
47

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা যান। তিনি চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং সেল এর সভাপতি ছিলেন। গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত কয়েকদিন থেকেই তিনি জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। পরে গত ১৪ আগস্ট পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। অবশেষে গতকাল রোববার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এদিকে এর আগে করোনা আক্রান্ত হয়ে ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here