কাবা ও মসজিদে নববীর পরিচালনা কমিটিতে ১০ নারী

0
0

আন্তর্জাতিক ডেস্ক: নারীর ক্ষমতায়নে আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিল সৌদি আরব। মক্কার কাবা (মসজিদুল হারাম) ও মদিনার মসজিদে নববীর পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারী নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

মক্কা-মদিনার মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতি এ সিদ্ধান্তের কথা জানায় বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ নারী নিয়োগের ব্যাপারে বিবৃতিতে বলা হয়েছে, ‘শীর্ষ নেতৃত্বস্থানে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব প্রতিফলিত হবে।’

সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এসপিএতে বলা হয়, পবিত্র দুই মসজিদের কার্যক্রমে কমিটিতে নিয়োগ পাওয়া নারীদের অংশগ্রহণ থাকবে। সেসব কার্যক্রম নির্দেশিকা প্রণয়ন, নির্দেশ, প্রকৌশলী, প্রশাসনিক বা তদারকি পরিষেবা যাই হোক না কেন।

পবিত্র কাবার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপপ্রধান আব্দুল হামিদ আল-মালিকি বলেন, গ্র্যান্ড মসজিদে আসা মানুষের মধ্যে প্রায় অর্ধেকই নারী। তাই কমিটিতে নারী নেতৃত্ব থাকলে আরো ভালো মানের সেবা নিশ্চিত করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here