আজ থেকে বাড়ছে বিমান ভ্রমনের খরচ

0
0

নিজস্ব সংবাদদাতা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যাত্রী সংকটের মধ্যে দেশের বিমানবন্দর ব্যবহারে ফি বাড়ানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই ফি নেওয়া হবে বিমানবন্দর উন্নয়ন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য। আজ রোববার থেকে সরকারের ধার্য করা ‘বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি’ নামে এটি কার্যকর হবে।

বেবিচক ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের যেকোনো বিমানবন্দর দিয়ে সার্কভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ৫ ডলার এবং নিরাপত্তা ফি ৬ ডলারসহ মোট ১১ ডলার দিতে হবে। দেশে ফিরে আসার ক্ষেত্রেও সমপরিমাণ অর্থ দিতে হবে। এছাড়া সার্কভুক্ত দেশের বাইরে ভিন্ন কোনো দেশে গেলে যাত্রীকে ২০ ডলার দিতে হবে।

আরও জানা যায়, শুধু বিদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেই নয়, দেশের ভিতরে বিমানে যারা ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রেও বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তা ফি দিতে হবে। দেশের অভ্যন্তরে একবার বিমানবন্দর ব্যবহার করলেই ১৭০ টাকা দিতে হবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানোর জন্যই মূলত এ ফি আরোপ করা হয়েছে। ধার্য করা ফি থেকে সরকার প্রতি বছর ৬০০ কোটি টাকার মতো পাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত জুলাই মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দর ব্যবহারে এ সংক্রান্ত নতুন নোটিশ জারি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here