ডেস্ক রির্পোট: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটিতে জরুরি সহায়তা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় গতকাল সোমবার এসব সহায়তা সামগ্রী হস্তান্তর করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।
আজ মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জরুরী সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ৯ টন খাদ্য এবং ২ টন ওষুধসহ জরুরী চিকিৎসা সামগ্রী।
জরুরি সহায়তা সামগ্রী হস্তান্তরের সময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে এসব জরুরি সহায়তা সামগ্রী বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। জরুরি সহায়তা সামগ্রীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও বিমান বাহিনীর ১২ জন ক্রু দেশটিতে যান।
উল্লেখ্য, গত ৪ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। গৃহহীন হয়েছেন অন্তত ৩ লাখ বাসিন্দা।
এ ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশীও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। রাসায়নিক গুদাম থেকে ঘটা এ বিস্ফোরণে বৈরুত বন্দরে থাকা বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘বিজয়’ ক্ষতিগ্রস্ত হয়। আহত হন জাহাজে থাকা নৌ বাহিনীর ২১ জন সদস্য।