আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। আঘাতের কারণে তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানান, আগামী ৯৬ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকতে হবে।
এর আগে রবিবার রাতে বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি । পরে চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি করানো হয় তাকে। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তাঁর মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
কিন্তু অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা যায়, তার শরীরে দানা বেঁধেছে কোভিড। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয় তাঁর। তার পর ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। তিনি ডায়বিটিসের রোগী। তাই তাঁর উপর নজর রাখতে, সিমরন কাশ্যপের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রণব মুখার্জি পুরোপুরি বিপদমুক্ত নয় বলে জানান তার পরিবার।
অন্য দিকে, প্রণব মুখার্জির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায়, তাঁর পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা যায়। গত এক সপ্তাহে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, গতকাল নিজেই তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেন প্রাক্তন রাষ্ট্রপতি।