নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে বন্যা হলে সেটা দীর্ঘমেয়াদি হতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিসভার ভার্চুয়াল এ বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে বন্যা ও পুনর্বাসন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছেন। গত কয়েকদিন থেকে পানি নেমে যাচ্ছে।
সচিব বলেন, ‘ভারতের আবহাওয়া বিভাগের তথ্য হচ্ছে, সামনে আরো বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। সেজন্য প্রধানমন্ত্রী এ বিষয়ে সতর্ক করেছেন। আমাদের সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা দীর্ঘমেয়াদি হয়।’
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘আমাদের পুনর্বাসন কার্যক্রমে তিনটি কম্পোনেন্টে ইমপ্লিমেন্ট করার কথা আছে। একটা হলো ঘরবাড়ি রিহ্যাবিলিটেশন করবে। আরেকটা হলো স্থানীয় সরকার তাদের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করবে। এতে পানি উন্নয়ন বোর্ডকেও অন্তর্ভুক্ত করা আছে। সেখানে একটা বড় টাকা ধরা আছে যদি কোথাও নদীর বাঁধ ভেঙে যায় ওটাকে তাড়াতাড়ি মেরামত করার জন্য। কৃষি মন্ত্রণালয়ের জন্য আলাদা ম্যাসিভ অ্যাগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে। আমনের বীজ যেহেতু নষ্ট হয়ে গেছে এজন্য একটু উঁচু জায়গায় করার জন্য প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন।
সচিব আরো বলেন, এ ছাড়া করোনাকালে মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নেপালের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।