নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে দেশের সব নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষামূলক বিধি মেনেই চলবে বিচার কার্যক্রম।
এর আগে ৩০ জুলাই এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সে সময় সাধারণ ছুটি ঘোষণা করা হয় আদালতেও। দফায় দফায় সাধারণ ছুটিরও মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৬ মে এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। এর পর নিয়মিত কার্যক্রমের পরিবর্তে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কাজ শুরু হয়।