ক্রীড়াঙ্গনে কামালের সাফল্য পাচ্ছে এখন দেশের মানুষ

0
0

নিজস্ব প্রতিবেদক: শেখ কামালের জন্মদিনে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর ছেলে হয়েও কামাল ছিল অতি সাধারণ। একই সঙ্গে তিনি বলেন, ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের সাফল্য পাচ্ছে এখন দেশের মানুষ।

আজ বুধবার সকালে শেখ কামালের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন নানা আয়োজনে পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন। এমনি এক আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে শেখ কামালের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আব্বা তো বেশিরভাগই জেলে থাকতেন। কামাল জন্ম হওয়ার পর থেকে আব্বা বেশিরভাগই জেলখানায়। কামাল তো আব্বাকে আব্বা বলে ডাকারই সুযোগ পায়নি। আমরা একসঙ্গে যখন খেলতাম, আমি আব্বা বলে ডাকতাম, ও আমাকে জিজ্ঞেস করতো- হাসু আপা, আমি তোমার আব্বাকে একটু আব্বা বলে ডাকি। আমরা ভাইবোনরা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি। সবাই বাবার হাত ধরে স্কুলে যায়, আমাদের সেই সুযোগ হয়নি।’

রাজনীতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে শেখ কামালের অবদান তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর চলাফেরা ছিল খুবই সাধারণ। তিনি বলেন, ‘এত বহুমুখী প্রতিভা কামালের। তারপর প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তো সে কিছুই করেনি। ধানমন্ডির বাড়ি, একটাই বাড়ি। তিনতলায় মা ওর জন্য একটা ঘর করে দিলেন। বিয়ে করার পর ও সেখানেই বউ নিয়ে উঠল। আজকে সুলতানাকেও (শেখ কামালের স্ত্রী) মৃত্যুবরণ করতে হলো।‘

এ সময় শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। তাছাড়া শেখ কামালসহ ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সবার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here