করোনায় বিএনপির সাবেক সাংসদ আলমগীরের মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিএনপিদলীয় সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ টি এম আলমগীর হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর ছোট ভাই কামাল হোসেন বুলু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

কামাল হোসেন বুলু জানান, এ টি এম আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী এ টি এম আলমগীর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় মনোহরগঞ্জের ঝলমে নিজ বাড়িতে তাঁর জানাজা ও দাফন হবে বলে জানিয়েছেন কামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here