ঈদের ছুটি শেষে অফিস খুলেছে আজ

0
14
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার থেকে খুলছে সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস।

ঈদুল আজহা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৩ জুলাই ছুটির প্রজ্ঞাপন জারি করে। গত ৩১ জুলাই শুক্রবার, পরদিন ১ আগস্ট শনিবার পবিত্র ঈদুল আজহা এবং ঈদের পরদিন গতকাল রোববার—এ তিন দিন ঈদের ছুটি ঘোষণা করা হয়। তিন দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার ঈদের ছুটি ভোগ করেছেন মাত্র একদিন।

ছুটির প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়। করোনা পরিস্থিতির কারণে তাঁদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। ছুটি শেষে সবাইকে নিজ নিজ দায়িত্বে যোগদানেরও নির্দেশ দেওয়া হয়।

এর আগে কোভিড-১৯ মহামারির কারণে গত ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সাধারণ ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সীমিত পরিসরে অফিস খুললেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণে এখনো অনেক অফিসে ঢিলেঢালা কাজ হচ্ছে।

গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ ছুটির মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here