নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
আজ শনিবার সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. মিজানুর রহমান।
নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। সংক্রমণ রোধে এসময় ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকেন।
এরআগে, সকালে জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়তে ছুটে আসেন রাজধানীর বিভিন্ন এলাকার মুসল্লিরা।
এদিকে, বায়তুল মোকাররমে ঈদের আরও পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত অংশ নিতে সবাইকে নিজ নিজ জায়নামাজ নিয়ে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের জন্য আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।