সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

0
21

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। করোনা মহামারির কারণে এ বছর ঈদগাহের পরিবর্তে মসজিদে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে অনেক দেশ।

সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তা আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। নামাজ শেষে, দেয়া হয় পশু কোরবানি। ফিলিপাইন ও মালয়েশিয়াতেও ঈদ উদযাপিত হচ্ছে আজ।

মধ্যপ্রাচ্য, ইউরোপ আর আফ্রিকার দেশগুলোতেও পালিত হচ্ছে ঈদ। মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও সরকার প্রধান।

এদিকে হজের নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার মুজদালিফায় রাত কাটানোর পর আজ ফজরের নামাজের পর মিনায় ফিরে শয়তানের প্রতীকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কোরবানি দেবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here