আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছাবার্তা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এক টুইটবার্তায় আজ শুক্রবার সকালে এ অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানান তিনি।
টুইটে সৌদি বাদশাহ লেখেন, ‘ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাই। সৃষ্টিকর্তা আমাদের ও আপনাদের জন্য মঙ্গল, আশীর্বাদ, স্বাস্থ্য ও সুস্থতা ফিরিয়ে আনুক। হজযাত্রী ও মুসলমানদের আনুগত্য গ্রহণ করুক। করোনা মহামারি দূর করার জন্য আমরা তাঁর করুণাপ্রার্থী।’
এর আগে অসুস্থ হয়ে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সুস্থ হয়ে ফিরেছেন ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান।
রাজপরিবারের বরাতে গত সোমবার জানা যায়, স্বাস্থ্য পরীক্ষার জন্য বাদশাহ সালমানকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। গলব্লাডারে প্রদাহ দেখা দিয়েছিল বাদশাহ সালমানের।
সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবের সপ্তম বাদশাহ। তিনি বাদশাহ আবদুল আজিজের ২৫তম ছেলে। ২০১৫ সাল থেকে তিনি দেশটি শাসন করছেন। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরের বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।