কলাপাড়ায় কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় গ্রামীন পর্যায়ে নারী প্রধান পরিবার, প্রতিবন্ধী পরিবার, বিধবা ও গর্ভবতী নারীদের ৪শ’ ৫০ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে চম্পাপুর ইউনিয়নে ১২৫ জন, লালুয়া ইউনিয়নে ১২৫জন এবং গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ১শ’ ও চর বিশ্বাস ইউনিয়নের ১শ’ জনের মাঝে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা করে এ সহায়তা বিতরন করা হয়। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা খ্রিষ্টিয়ান এইড ও ইউএস ওম্যান এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এ আর্থিক সহায়তা প্রদান করেছে।
বিতরনকালে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, গনমান্য ব্যাক্তিবর্গ এবং কলাপাড়া আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, স্পন্সরশীপ আফিসার আরিফ এবং গলাচিপা আভাসের প্রকল্প ব্যবস্থাপক ফরিদ উদ্দিন, একাউন্টস এন্ড এডমিন আিফসার নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি