বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ

0
34

নিজস্ব প্রতিবেদক: বন্যা এক মাস দীর্ঘায়িত হওয়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ বেড়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রধান প্রধান নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনার শাখা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টা পদ্মার পানি বৃদ্ধিও অব্যাহত থাকতে পারে। এতে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও ঢাকা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও নওগাঁ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বর্তমানে ১৯টি নদীর পানি ৩০টি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃষ্টির কারণে দুর্ভোগ বাড়ছে বাঁধে আশ্রয় নেয়া মানুষের। প্রবল স্রতে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে সদর উপজেলার গো-ঘাট এলাকার দুর্গা মন্দীর ও বসত বাড়ি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সেইসাথে কোথাও কোথাও দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ।

এদিকে আজও তীব্র স্রোতের কারণে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই পারে পরাপারের অপেক্ষায় রয়েছে অসংখ্য যানবাহন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here