এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন

0
21

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শেংদুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বা দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে চীন সরকার। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এ ঘটনার মাধ্যমে আরেক ধাপ সামনে এগোল। একে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি চীনের জবাব হিসেবে দেখা হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে গত বুধবার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনস্যুলেট আজ শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দেয় মার্কিন সরকার। একে ‘রাজনৈতিক উসকানি’ হিসেবে উল্লেখ করে চীন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীন বুদ্ধিবৃত্তিক সম্পদ ‘চুরি’ করছিল বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেংদুতে মার্কিন উপদূতাবাস বন্ধের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একে ‘যুক্তরাষ্ট্রের অবিবেচক সিদ্ধান্তের জবাবে একটি সময়োচিত ও জরুরি পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের মাঝে এমন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাইনি। এর দায়ভার যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।’

চীনের শেংদুতে ১৯৮৫ সালে কনস্যুলেট প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্র। সেখানে দুই শতাধিক মার্কিন কর্মী রয়েছে। তিব্বতের নিকটবর্তী হওয়ায় শেংদুর মার্কিন কনস্যুলেটটি ভূরাজনৈতিক বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ।

চীনে উৎপত্তি হওয়া মহামারি করোনায় বিশ্বে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দোষারোপ করে আসছেন। এ ছাড়া আগে থেকেই দুটি দেশের মধ্যে বাণিজ্যের প্রতিযোগিতা তো রয়েছেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here