অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন আর নেই

0
34

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন

অধ্যাপক গোলাম রহমান আজ সকালে তাঁর ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার অধ্যাপক গোলাম রহমান তাঁর ফেসবুকে লেখেন, ‘আমার স্ত্রী নাঈম আরা হোসেনকে আবার আইসিইউতে নেওয়া হয়েছে। অনুগ্রহ করে দোয়া করবেন।’

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার বুলবুল ভূঁইয়া বলেন, ‘নাঈম আরা হোসেন করোনায় আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি গত ৪ জুন থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর পরপর দুবার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।’

বুলবুল ভূঁইয়া বলেন, ‘১৮ জুলাই ভোরে তাঁকে (নাঈম আরা হোসেন) গ্রিন আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। করোনা ছাড়াও তিনি অন্য রোগে আক্রান্ত ছিলেন।’

এর আগে গত ৫ জুন গোলাম রহমান এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘গত ২৯ মে আমাদের পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে পরিবারের মোট পাঁচজনের করোনা পজিটিভ আসে। আমি, আমার স্ত্রী, আমার ছেলে, ছেলের স্ত্রী এবং গৃহকর্মীর শরীরের করোনা ধরা পড়ে।’

সাবেক প্রধান তথ্য কমিশনার আরো বলেন, ‘আমার স্ত্রীর অবস্থা ভালো না। তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রেখে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। এ ছাড়া আমরা বাকি চারজন বাসার আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছি। আমাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। আমার স্ত্রী ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমান বর্তমানে বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যও ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here