বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

0
0

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। বানভাসী মানুষের খাদ্য,চিকিৎসাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের যেন কোন সংকট তৈরি না হয় সংশ্লিষ্টদের সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখারও নির্দেশ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কানফারেন্সে মন্ত্রিসভার বৈঠকে যুক্তি হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে কোম্পানী আইন খসড়া ও ট্রাভেল এজেন্সি আইনের খসড়া অনুমোদন দেয়া হয়।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা যুক্ত হন সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষ থেকে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সভায় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত ত্রান বিরতণসহ সব সংশ্লিষ্ট সব বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা। তবে বানভাসী মানুষের যেন কোন অসুবিধা না হয় তার জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

সভায় একক ব্যক্তির অধিনে কোম্পানী পরিচালনার বিধানসহ কোম্পানী আইন ২০২০এর খসড়া এবং ট্রাভেল এজেন্সি পরিচালনায় আইন লঙ্খনে ৬ মাসের কারাদন্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ট্রাভেল এজেন্সি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here