স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শনে দুদক

0
21

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন স্বাস্থ্য ভবন পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে দুদকের উপপরিচালক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধানী দল রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন স্বাস্থ্য ভবন পরিদর্শনে যায়।

দুদকের অনুসন্ধানী দল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন।

এর আগে, রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিভিন্ন বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই অধিদপ্তর রিজেন্টের সঙ্গে চুক্তি করে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়।

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদান, জালিয়াতি ও স্বাস্থ্য খাতের নানা অনিয়ম উদঘাটনে নেমেছে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here