নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার একটি বাড়িতে থেকে চারজনের মরদেহ পড়ে রয়েছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। আজ শুক্রবার সকালে মধুপাড়ার মাস্টারপাড়ার আবাসিক এলাকার ওই বাড়িতে লাশ চারটি পড়ে থাকতে দেখা যায়।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতরা একই পরিবারের সদস্য। নিহতরা হলেন- বাবা, মা, ছেলে ও মেয়ে। লাশ উদ্ধারের আগে সিআইডির তদন্ত টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে।
দু-তিন দিন আগেই তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। সম্প্রতি পরিবারটি ভাড়া বাড়িটিতে উঠেছে বলে জানা গেছে।