বিমানবন্দর ও উড়োজাহাজে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

0
0

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উড়োজাহাজগুলোতে ঠিকমত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ থেকে শুরু করে ভেতরে অবস্থান ও উড়োজাহাজের আসন বিন্যাসেও মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। অবশ্য সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন, স্বাস্থ্যবিধি মানতে হবে এয়ারলাইন্স’সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন টার্মিনালের বাইরে গায়ে গায়ে দাঁড়িয়ে দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকেন যাত্রীরা। ভেতরেও সব ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নিয়ম কানুন।

স্বাস্থ্যবিধি রক্ষায় সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোকেও স্বাস্থ্যবিধি মানতে বার বার তাগিদ দেয়া হচ্ছে বলে জানান বিমানবন্দর পরিচালক।

উড়োজাহাজের ভেতরেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ উড়োজাহাজের আসন সংখ্যার ৭৫ ভাগ যাত্রী পরিবহনের নির্দেশনা দিলেও তা অনেকক্ষেত্রেই উপেক্ষিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, এ ধরনের কোন নির্দেশনা আইকাও বা বিশ্বস্বাস্থ্য সংস্থা দেয়নি।

অবশ্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, বিশেষ ফ্লাইটে স্বাস্থ্যবিধি শিথিলযোগ্য। তবে নিয়মিত ফ্লাইটে স্বাস্থ্যবিধি মানতে হবে সব এয়ারলাইন্সকে। একইসাথে যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মানতে ও সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here