গাছ লাগালে স্বচ্ছলতা আসবে: প্রধানমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গনে গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, যে যেখানে আছেন, যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগান। গাছ লাগালে মনকে ভালো রাখবে আবার স্বচ্ছলতাও আসবে। আসুন সবাই গাছ লাগাই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিববর্ষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ উপজেলার প্রতিটিতে ২০ হাজার ৩২৫টি করে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করবে। বন বিভাগের মাধ্যমে এসব চারা বিতরণ করা হবে।

এরই মধ্যে প্রতিটি জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তে ভিত্তিতে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি চারা বিতরণ বিষয়ে বিশদ পরিকল্পনা সহকারীদের তালিকা প্রণয়ন করেছে।

জানা গেছে, মুজিববর্ষে রোপণের জন্য এক কোটি চারার মধ্যে ৫০ শতাংশ ফলজ এবং অবশিষ্ট ৫০ ভাগ বনজ, ঔষধি ও শোভা বর্ধণকারী গাছ। কোনো বিদেশী গাছ লাগানো হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here