মাশরাফি এখনও করোনামুক্ত নন

0
34

ক্রীড়া ডেস্ক: এখনও করোনামুক্ত হতে পারেননি বাংলাদেশের অন্যতম সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা। তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় এখন যথেষ্ট ভালো আছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা চলছে তার।

জুন মাসের ২০ তারিখ করোনা ভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। গত ৫ জুলাই দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও পজিটিভ ফল আসে তার। রোববার (১২ জুলাই) পুনরায় করোনা টেস্ট করাবেন মাশরাফি। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তৃতীয় টেস্টের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনামুক্ত কি না।

এদিকে নিজেকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন মাশরাফি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন মাশরাফি। নিজের নির্বাচনী এলাকা নড়াইলের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি। এ ছাড়া সারা দেশে বিভিন্নভাবে তিনি অসহায় মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়িয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here