নিজস্ব প্রতিবেদক : ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা ব্যাতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকায় প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় যমুনা নদী আরিচা পয়েন্টে, পদ্মা নদী ভাগ্যকূল ও মাওয়া পয়েন্টে এবং কুশিয়ারা নদী শেরপুর পয়েন্ট বিপদসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘন্টা তিস্তা ও ধরলা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
আগামী ২৪ ঘন্টায় নীলফামারী,লালমনিরহাট ও রংপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
অপরিদিকে কুড়িগ্রাম,গাইবান্ধা,বগুড়া,জামালপুর,সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, রাজবাড়ি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এদিকে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা এবং ফেনী জেলার বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।
দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৭৮ টির, হ্রাস পেয়েছে ২০ টির, অপরিবর্তিত রয়েছে ৩টির। এরমধ্যে বিপদসীমার উপরে ২২ টির।
গত ২৪ ঘন্টায় দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, লালাখাল ১৬০ মিলিমিটার,পঞ্চগড় ১৪৮ নোয়াখালী ১১৭ মিলিমিটার,টেকনাফ ১০৪ মিলিমিটার,ঠাকুরগাঁও ৯১ মিলিমিটার, জাফলং ৮৭ মিলিমিটার, সিলেট ৮৫ মিলিমিটার, ডালিয়া ৮২ মিলিমিটার, ডালিয়া ৮২ মিলিমিটার, ছাতক ৮০ মিলিমিটার, দিনাজপুর ৭৮ মিলিমিটার।