দেশে করোনা থেকে সুস্থ ৯৮ হাজারের বেশি মানুষ

0
0

নিজস্ব প্রতিবেদক: দেশে নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্য থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরো চার হাজার ৭০৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৯৮ হাজার ৩১৭ জন। করোনায় মোট আক্রান্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ ভাগ। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৩৯১ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে তিন হাজার ৯৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন।

অধ্যাপক নাসিমা আরো বলেন, করোনাভাইরাসের কারণে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১ থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ জনের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

ডা. নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে সাতজন, সিলেট বিভাগে দুজন, রংপুরে দুজন, বরিশাল বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছে।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১‌ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে তিন হাজার ৯৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৮ জনের নমুনা সংগ্রহ হয়েছে।

ডা. নাসিমা বলেন, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here