নিজস্ব প্রতিবেদক: যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রত্যেক চিকিৎসকের প্রাইভেট চেম্বার দ্রুত চালু করার আহবান জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ রোববার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, করোনা মহামারী সংকটে অধিকাংশ চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। সরকারের নির্দেশনায় বেসরকারী ক্লিনিকগুলো কোভিট ও নন-কোভিট রোগীদের সেবা প্রদান শুরু করলেও চিকিৎসকের প্রাইভেট চেম্বারগুলো আজ পর্যন্ত খোলা হয়নি। ফলে প্রাইভেট চেম্বার নির্ভর রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গণমাধ্যমে প্রেরিত যৌথ-বিবৃতিতে স্বাক্ষর করেন, ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ ও সম্পাদক নিপা দাস।