এবার সর্বোচ্চ আদালত বসছে ভার্চুয়াল মাধ্যমে

0
54

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে টানা চার মাস পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা দেশের সর্বোচ্চ এই আদালতে বিচারকার্য পরিচালনা করবেন। আজ রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মাে: বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা হতে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত আপিল বিভাগের ভার্চুয়াল কোটে শুনানি গ্রহণ করা হবে। আর এই কোর্টে জরুরী বিষয়ে শুনানী সংক্রান্ত মামলার কজলিস্ট যথারীতি সুপ্রিম কোর্টের (www.supremecourt.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এবং ভার্চুয়াল শুনানি সংক্রান্ত যােগাযােগ এই ad.court.01@gmail.com ই-মেইল থেকে জানা যাবে।’

গত ১১ মে দেশে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হলে আপিল বিভাগের চেম্বার আদালত, হাইকোর্ট এবং অধস্তন আদালতগুলোতে ভার্চুয়াল মাধ্যমে বিচারকার্য শুরু করে। এরই ধারাবাহিতায় গত ৪০ কার্যদিবসে দেশের অধস্তন আদালতগুলো লক্ষাধিক আবেদন নিস্পত্তি করে, অর্ধলক্ষাধিক জামিন মঞ্জুর করেছে। যেখানে জামিনপ্রাপ্ত শিশু রয়েছেন ৬৫১ জন।

ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য এর আগে আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ জারি করা হয় এবং আইনজীবীদের জন্য প্রকাশ করা হয় ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’। এছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে আসামি স্বচক্ষে দেখে করা হয়েছে রিমান্ড শুনানির ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here