এমিরেটস এয়ারলাইন্সে চাকরি হারাচ্ছে ৯ হাজারের বেশি কর্মী

0
0

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারীর কারণে খরচ কমাতে ৯ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। বিশ্বে করোনাভাইরাসের সময় কোনো বিমান সংস্থায় এটিই ছাঁটাইয়ের সবচেয়ে বড় তালিকা। করোনা সংকটের আগে এই বিমান সংস্থাটি কর্মী সংখ্যা ছিল ৬০ হাজার।

সংস্থাটির প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক বলেন, ‘ইতোমধ্যেই ১০ শতাংশ কর্মী কমিয়ে ফেলেছি আমরা। এই হার অন্তত ১৫ শতাংশ হতে ‍পারে। আমরা সে পথেই হাঁটছি।’

করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য ব্যবসায়ের মতো নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের বিমান সংস্থাগুলোর উপরও। সংস্থাগুলো ক্ষতির মাত্রা কোনোভাবেই কমাতে পারছে না।

তবে অন্য সংস্থার মতো অতটা খারাপ অবস্থানে নেই এমিরেটস এয়ারলাইন্স- বলে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে জানান টিম ক্লার্ক।

তিনি বলেন, ‘এই মহামারীর আগেও আমরা বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে খবরের শিরোনামে এসেছিলাম।’

তবে এই মহামারী বিশ্বের বিমান সংস্থাগুলো এবং যানবাহনের সঙ্গে জড়িতে ব্যক্তিদের উপর বড় ধরণের প্রভাব ফেলবে। তাদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে অবনতি ঘটাচ্ছে। এটি এমিরেটস সহ চাকরি হারানো সব সংস্থার কর্মীর জন্য খুবই দুঃখজনক।

বিবিসি বলছে, প্রতিদিন সংস্থাগুলোর ক্ষতির হার বাড়ছে। আতঙ্ক নিয়ে প্রতিদিন কাজে যাচ্ছেন কর্মীরা। এতে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং কাজের স্বচ্ছতা বাধাগ্রস্ত হচ্ছে। একটি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটছে তাদের দিন। যেকোনো সময় চাকরি হারানোর ভয় জেঁকে বসেছে তাদের মধ্যে।

বিশ্বের অন্তত ৭শ’ সংস্থার ৪ হাজার ৫০০ বিমান চালক তাদের কর্মস্থল থেকে কোনো কারণ ছাড়াই নেতিবাচক নোটিশ পেয়েছেন। যাদের মধ্যে অন্তত ১ হাজার ২০০ বিমান চালক বলছেন, করোনাভাইরাস শুরুর পর তারা চাকরি হারিয়েছেন।

এই ছাঁটাইয়ের প্রভাব বেশি পড়েছে এয়ারবাস এবং বোয়িংয়ের চালকদের ওপর। এ দুটি কোম্পানি বিশ্বের বিমান সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং প্রভাবশালী।

এমিরেটসের বিমান, এয়ারবাস A380s অন্তত ৫শ’ যাত্রী নিয়ে চলাচল করে। আর বোয়িং-৭৭৭ ও এর কাছাকাছি সংখক যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করে থাকে। কিন্তু এখন তাদের যেমন যাত্রীর সংখ্যা কমে এসেছে, তেমনি কমেছে ফ্লাইটের সংখ্যাও। তাই কার্যত অনেক কর্মী বেকার হয়ে পড়েছেন। মাসের পর মাস কাজবিহীন কোনো কর্মীকে বেতনভাতা দিতে রাজি নয় সংস্থাটি। এরই মধ্যে ১ হাজারের বেশি কেবিন ক্রু বলছেন, কর্মস্থলে তাদের করার মতো কোনো কাজ নেই।

আন্তর্জাতিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান কোউন-এর নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ গবেষক হেলেন বেকার বলছেন, ‘এই মহামারী অবস্থা দীর্ঘদিন চলতে থাকবে। করোনার ভ্যাকসিন বা প্রতিষেধক যাই আসুক যোগাযোগ বিষয়ক ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ সময় লেগে যাবে।’

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here