তুরাগ নদে গোসল করতে গিয়ে তিন কলেজছাত্রের মৃত্যু

0
0

নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে বন্ধুদের সঙ্গে তুরাগ নদে গোসল করতে গিয়ে তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত তিন কলেজছাত্র হলো গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৭), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি মিয়া (১৮) ও কামরুল হাসানের ছেলে সাব্বির হোসেন (২০)। তাদের মধ্যে রনি মিয়া স্থানীয় জেনুইন রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র এবং স্বাধীন এ বছর স্থানীয় মর্নিংসান স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, সাব্বির দুবছর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় থেকে সাতজন ছাত্র গোসল করতে নৌকা নিয়ে তুরাগ নদের বাইমাইল বিল এলাকায় যায়। সেখানে তারা নৌকা থেকে নদীর পানিতে নেমে গোসল করতে থাকে। এ সময় স্রোতের কারণে তিনজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর আজ সন্ধ্যায় তিন ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

ছাত্রদের লাশ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআই আবু সাঈদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here