মোদি ও লাদাখবাসীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন রাহুল

0
0

আচমকা শুক্রবার লাদাখে চীনের সঙ্গে বিবাদমান সীমান্ত অঞ্চলে সফরে গিয়ে নরেন্দ্র মোদি ভারতীয় সেনাদের আত্মবিশ্বাস চাঙা করতে গেলেন তখন টুইটারে প্রধানমন্ত্রীকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

লাদাখের গালওয়ান সীমান্তে চীনা বাহিনী ভারতের ভূমি দখল করতে পারেনি বলে প্রধান মন্ত্রীর দাবি সেখানকার বাসিন্দাদের কথার সঙ্গে মিলছে না বলে জানালেন রাহুল।

চীন যে ভারতের ভূখণ্ড দখল করে নিয়েছে এ ব্যাপারে সেখানকার অনেক বাসিন্দার বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে টুইটারে কংগ্রেসের সাবেক সভাপতি লিখেছেন- “লাদাখবাসী বলছেন: চীন আমাদের জমি কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রী বলছেন: আমাদের জমি কেউ কেড়ে নেয়নি। অবশ‍্যই কেউ একজন মিথ্যে কথা বলছেন।”

রাহুলের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লাদাখের বেশ কয়েকজন বাসিন্দা বলছেন তাদের এলাকায় চীনা সেনা অনুপ্রবেশ করেছেন। অনেকে আবার কিছুটা এগিয়ে দাবি করেছেন প্রকৃত নিয়ন্ত্রণ সীমা রেখে পেরিয়ে চীনা সেনা ভারতীয় ভূখণ্ডের প্রায় তিন থেকে চার কিলোমিটার ভিতরে প্রবেশ করেছেন।

প্রথম থেকেই রাহুল গান্ধী লাদাখে চীনা অনুপ্রবেশ হয়েছে বলে অভিযোগ তুলে আসছিলেন। কিন্তু এ ব্যাপারে সর্বদলীয় বৈঠক ও ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কেউ আমাদের জমি অধিগ্রহণ করেনি। কেউ আমাদের ভূখণ্ডে প্রবেশ করেনি।

উল্লেখ্য, জুনের মাঝামাঝি লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ভারতের ২০ সেনা প্রাণ হারায়; ৭৬ জন সেনা আহত হয়।

সম্প্রতি বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মোদিকে সমালোচনা করে টুইট করেছেন রাহুল। লাদাখ ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

এরপর দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোদি সরকার সামাল দিতে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করে টুইট করেন রাহুল। ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলে মোদি সরকার যে চীন থেকে আমদানি বরং বাড়াচ্ছে সে তথ্য তুলে ধরেও টুইট করেন এই কংগ্রেস নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here