ভয়াবহ বন্যা ভূমি ধসের শঙ্কায় জাপান

0
0

টানা বর্ষণে জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমি ধসের শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু ও ১৩ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ অঞ্চল এর মধ্যে ৭৬ হাজারের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কিউশো পার্বত্য অঞ্চলের কুমামোতো ও কাগোশিমা এলাকায় প্রচুরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাপানের জাতীয় আবহাওয়া অফিস। স্থানীয় জনসাধারণকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ চালাতে পাঠানোর জন্য সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে প্রস্তুত করে রাখার নির্দেশ দিয়েছেন আবে। জনসাধারণের জীবন বাঁচাতে সর্বোচ্চ পর্যায়ে জরুরি পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

কুমামোতো অঞ্চল থেকে এখন পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই এলাকার দুর্যোগ বিভাগের কর্মকর্তা নাওসাকা মিয়াহারা জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে; অপরজনের মৃত্যু হয়েছে ভূমি ধসে।

এএফপিকে তিনি বলেন, “সকাল পর্যন্ত ১৩ জন মানুষকে পাওয়া যাচ্ছে না। তবে সংখ্যাটা পরিবর্তিত হতে পারে। আমরা এখনো পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সরকারি সম্প্রচার মাধ্যমে দেখা গেছে, বন্যায় রাস্তা-ঘাটের অনেক ক্ষতি হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক লোক আটকা পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here